সৈয়দ মুস্তাক আলি টি-২০ ( syed mushtaq ali trophy) তে দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা ( Bengal)। মঙ্গলবার ঝাড়খণ্ডকে ( jharkhand) ১৬ রানে হারাল অনুষ্টুপ মজুমদারের ( anustup majumdar) দল। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল বাংলা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে বাংলা। বাংলার হয়ে দুরন্ত শতরান করেন বিবেক সিং। ৬৪ বলে শতরান করে অপরাজিত তিনি। ২৭ রান করেন শ্রীবৎস গোস্বামী।


জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৫ গুটিয়ে যায় ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হয়ে একা লড়াই চালান বিরাট সিং। ৪৭ রান করেন তিনি। ২২ রান করেন ঈশান কিষান। উৎকর্শ সিং করেন ২৮ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন ঈশান পোড়েল।

আরও পড়ুন:বর্ণবৈষম্যের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন ওয়ার্নার

