মালদায় এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন

বুধবার সন্ধ্যায় মালদায় এসে পৌঁছাল করোনা ভ্যাকসিন (Corona Vaccine)। মালদা ও দক্ষিণ দিনাজপুরের ভ্যাকসিন এসে পৌঁছাল মালদা মেডিকেল কলেজে। মালদা জেলার ভ্যাকসিন রাখা হয়েছে জেলার স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে। দক্ষিণ দিনাজপুরের ভ্যাকসিন বিশেষ গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয় বালুরঘাটে। মোট ২২ হাজার ভ্যাকসিন এসেছে মালদা জেলায় ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় মোট ১৬ টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। ১১ হাজার জন প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন পাবেন। মালদা জেলায় প্রায় ১৯ হাজার নাম নথিভুক্ত হয়েছে। প্রথম ধাপে শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। মালদা জেলা স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন স্টোরেজে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ভ্যাকসিন গুলি রাখা হয়েছে।

আরও পড়ুন- সৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য

Advt

Previous articleসৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য
Next articleএকের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বহুতলে ছড়াল বাগবাজার বস্তির বিধ্বংসী আগুন