*কয়লা পাচারকাণ্ড: লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে CBI*

কয়লা পাচারকাণ্ডের (coal Smaglling) জাল দ্রুত গোটাতে চাইছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতার সঙ্গে যেমন নিয়ম করে তল্লাশি অভিযান (Raid) যেমন শুরু করেছে, ঠিক একইভাবে এই পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও ঝুঁকছে তারা।

সিবিআই চায়, লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হোক। এবং লালার সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েও আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, লালাকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে তিনবার নোটিশ দেওয়া হলেও সে হাজিরা দেয়নি। আদালতের নির্দেশে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warent)। এর আগে কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। উঠে এসেছে একাধিক নথি-তথ্য। নাম এসেছে অনেক প্রভাবশালীর।

 

Previous articleভ্যাকসিন এলেও করোনা ভাইরাসকে ঠেকিয়ে রাখা দুষ্কর, আতঙ্কিত হু
Next article*ভস্মীভূত বাগবাজার হাজারি বস্তিতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম*