Monday, August 25, 2025

টিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫

Date:

দেশজুড়ে শনিবার থেকে শুরু হয়েছে করোনা টিকাকরণ(Corona vaccination) কর্মসূচি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এরই মাঝে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশ করা হল তাতে দেখা যাচ্ছে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকখানি নেমে গিয়ে বর্তমানে ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

স্বাস্থ্যমন্ত্রকের( health ministry) তরফে জারি করা বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৫,১৫৮ জন। যার জেরে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৫,৪২,৮৪১(১.০৫ কোটি)। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় ১৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস সংক্রমণের জেরে। যার ফলে এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১.৫২ লক্ষ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় ১৬,৯৭৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার ফলে এখনো পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১.০১ কোটি মানুষ। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বর্তমানে অ্যাক্টিভ কেস লাগাতারভাবে কমতে শুরু করেছে। তথ্য বলছে এই মুহূর্তে মৃত ও সুস্থতা বাদ দিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২.১১ লক্ষ আক্রান্ত।

আরও পড়ুন:বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

পাশাপাশি করোনা পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় থাকা দিল্লিতেও ক্রমাগতভাবে আক্রান্তের হার কমতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির সরকারের তরফে যে তথ্য প্রকাশে আনা হয়েছিল তাতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মাত্র ২৯৫ জন দিল্লিতে করোনা আক্রান্ত হন। এবং এই প্রথমবার দিল্লিতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৮৫ শতাংশে পৌঁছে গিয়েছে।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version