এয়ার ট্যাক্সি পরিষেবা এবার ভারতে, ভাড়া কত জেনে নিন

ভারতের (India) প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হল চন্ডিগড়ে (Chandigarh)। বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় চন্ডিগড় থেকে হিসর পর্যন্ত এয়ার ট্যাক্সি (Air Taxi) পরিষেবা উদ্বোধন করেন। খট্টর আরও জানিয়েছিলেন, দ্বিতীয় ধাপে হিসর থেকে দেরাদুন পর্যন্ত বিমান পরিষেবাও শুরু হবে। এবং তৃতীয় পর্যায়ে আরও দুটি রুট যুক্ত করা হবে।

হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (CM Manohar lal Khattar) জানিয়েছেন , “এই প্রথম ভারতে এয়ার ট্যাক্সি চালু হল৷ অন্যান্য দেশে অনেক আগেই চালু হয়েছিল। এখন প্রথম পর্যায় চন্ডিগড় থেকে হরিয়ানা যাবে বিমানটি৷ দ্বিতীয় পর্যায় শুরু হবে ১৮ জানুয়ারি থেকে৷ তখন এয়ার ট্যাক্সিটি হিসর থেকে দেরাদুন যাবে। তৃতীয় পর্যায় ২৩ জানুয়ারি থেকে চালু হবে৷ চন্ডিগড় থেকে দেরাদুন ও হিসর থেকে ধরমশালার রুট দুটি যুক্ত হবে৷ এই বিমানে মোট চারজন একসঙ্গে সওয়ারি করতে পারবেন। ঘণ্টায় ২৫০ কিমি বেগে এই বিমান উড়তে পারবে৷ এয়ার ট্যাক্সি চালু হওয়ার জন্য রাজ্যের পাশাপাশি আমি বাকি দেশকেও শুভেচ্ছা জানাতে চাই৷ হিসর থেকে চন্ডিগড় যেতে এয়ার ট্যাক্সির ভাড়া ১৭৫৫ টাকা।”

আরও পড়ুন-চাপের মুখে সিদ্ধান্ত বদল, WhatsApp-এর নতুন আপডেট এখনই নয়

Advt

Previous articleতুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র, প্রয়োজনে কিনব: মুখ্যমন্ত্রী
Next articleবাংলা, বিহার, ঝাড়খণ্ড থেকে ১০ হাজার কৃষক দিল্লি যাচ্ছেন