তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র, প্রয়োজনে কিনব: মুখ্যমন্ত্রী

দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হওয়ার প্রথম দিনেই সুর কাটল কেন্দ্র-রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, “রাজ্যে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন (Vaccine) এসেছে, কম টিকা পাঠিয়েছে কেন্দ্র”।

শনিবার, নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। “প্রয়োজনে প্রস্তুতকারী সংস্থা থেকে ভ্যাকসিন কিনবে রাজ্য।” এদিন, রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), স্বাস্থ্য সচিব (Helth Secretary), জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে যোগ দেন ২১২টি কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরা। টিকা প্রাপকদের স্বাস্থ্যে নজর রাখার নির্দেশ দেন মমতা।

আরও পড়ুন:বেসুরো নই, লক্ষ্মী-রাজীবকেও মমতার সঙ্গে থেকেই লড়তে বলেছি: প্রসূন

Advt

Previous articleবেসুরো নই, লক্ষ্মী-রাজীবকেও মমতার সঙ্গে থেকেই লড়তে বলেছি: প্রসূন
Next articleএয়ার ট্যাক্সি পরিষেবা এবার ভারতে, ভাড়া কত জেনে নিন