টাটার ‘অ্যালট্রজ ইভি’: একবার চার্জেই চলবে ১০০০ কিমি

বাজারে আসতে টাটার (TATA) ‘অ্যালট্রজ ইভি’ (Altroz EV)। যা একবার চার্জ দিলেই চলবে ১০০০ কিলোমিটার। ইতিমধ্যেই ভারতে (India) সাড়া ফেলেছে টাটা নেক্সন (TATA Nexon)। দাম সাত লক্ষ টাকা থেকে শুরু। তবে‘অ্যালট্রজ ইভি’ তার থেকেও বেশি শক্তিশালী। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এর ওয়ারেন্টি দশ বছর পর্যন্ত। এই গাড়িতে একবার চার্জ দিলে একটানা হাজার কিলোমিটার চলবে বলেই জানা গিয়েছে। পরিকল্পনা রয়েছে ‘এইচবিএক্স ইভি’ বাজারে আনারও।

এই দুটি মডেলই টাটার জিপট্রন প্রযুক্তিতে তৈরি। এখনও পর্যন্ত কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে এ মাসের মধ্যেই বাজারে আসবে তা নিশ্চিত। জানা যাচ্ছে, ‘অ্যালট্রজ ইভি’র দাম হতে পারে ১২ থেকে ১৫ লক্ষের মধ্যে। প্রসঙ্গত, বিদ্যুতচালিত গাড়ির বাজারে পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠান টেসলা কিছুদিন আগেই ভারতে কারখানা নির্মাণের কথা ঘোষণা করেছে। কোনও সন্দেহ নেই ভারতীয় সংস্থা টাটা মোটর্স কড়া প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য তৈরি। ‘অ্যালট্রজ ইভি’তে চলতি বছরের শেষের আগে ভারতীয় বাজারে নতুন বৈদ্যুতিন গাড়ি বাজারে আনার কথা ভাবছে টাটা মোটরস। এটি প্রথম ২০১৯ সালে জেনেভা মোটর শোতে এবং পরে ২০২০ সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল।

আরও পড়ুন-অরুণাচলের অন্দরে গ্রাম বানিয়েছে চিন, স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্যকর তথ্য

Advt

Previous article‘তাণ্ডব’-এর জের, সইফের বাড়িতে বাড়ল নিরাপত্তা
Next article‘মহিলা না হলে কলার ধরে…’, SDM-কে হুমকি দিয়ে বিতর্কে কংগ্রেস বিধায়ক