ধূপগুড়িতে (Dhupguri) পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পুরুলিয়া বেলগুমায় সকল পেরে উদ্বোধনী গিয়ে তিনি জানান এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি গুরুতর আহতদের ৫০০০০ টাকা এবং সামান্য আহতদের ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়।

মুখ্যমন্ত্রী বলেন, মৃত্যুর কোনো ক্ষতি পূরণ হয় না। তবু এই আর্থিক সহায়তা পরিবারের মানুষকে কিছুটা হলেও সাহায্য করবে।

একইসঙ্গে শীতকালে কুয়াশার কারণে দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায় বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। নিয়ন্ত্রিত গতিবেগে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন-হাতে স্বাস্থ্য সাথী কার্ড, তাও রোগী ফেরাল ডানকুনির নার্সিংহোম

