ভারত থেকে ১২৭১ কোটি টাকার ভ্যাকসিন কিনবে সরকার

খায়রুল আলম, ঢাকা

ভারত থেকে  ১ হাজার ২৭১ কোটি টাকার ভ্যাকসিন কিনবে বাংলাদেশ। এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছএ বাংলাদেশের মন্ত্রীসভা কমিটি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সার্স-কোভ-২ এজেডডি ১২২২) সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে  তিন কোটি ডোজ কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা।’

আরও পড়ুন- বলেন কী!! সিপিএম পলিটব্যুরো নেতা সেলিমের মুখে ‘বন্দে মাতরম’ স্লোগান!

Advt

Previous articleচেন্নাইয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয় বাগানের
Next articleরামমন্দির নির্মাণে অনুদান রাজ্যপালের, কত টাকা দিলেন তিনি?