পরাক্রম নয়, দেশনায়ক বেশি পছন্দ সুগত বসুর! ব্যাখ্যাও দিলেন

কেন্দ্রের দেওয়া ‘পরাক্রম দিবস’ নয়। সুগত বসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম ‘দেশনায়ক দিবস’ বেশি পছন্দের।

কেন্দ্রীয় সরকারের তরফে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলেও সকাল থেকেই ‘দেশনায়ক দিবস’ পালন করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে নেতাজি ভবনে আমন্ত্রিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুগত বসু এবং সুমন্ত্র বসু।

দেশনায়ক এবং পরাক্রম দিবস নিয়ে বিতর্কের প্রসঙ্গ নিয়ে মতামত চাওয়া হলে সুগত বসু জানান, তাঁর ব্যক্তিগতভাবে দেশনায়ক দিবস শব্দটাই ভাল লেগেছে।

সুগত বসু বলেন, নেতাজি তো শুধু যোদ্ধা ছিলেন না। তিনি দেশের সামগ্রিক উন্নতির বিষয়ে ভাবতেন। তিনি আরও স্পষ্টভাবে বলেছেন, জন্মদিন নিয়ে রাজনীতি পছন্দ নয় তাঁর। বরং এখন উচিত যুব সমাজকে নেতাজির আদর্শের বিষয়ে অবগত করা। হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান এই সবাইকে নিয়ে চলতে ভালবাসতেন নেতাজি। এই ঐক্য এবং সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত সবার।

আরও পড়ুন : নেতাজি জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে “জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে সেলিম-সুজন

Advt

Previous articleনেতাজি জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে “জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে সেলিম-সুজন
Next articleভিক্টোরিয়ায় মুকুলের সঙ্গে সৌজন্য বিনিময় মমতার, এড়িয়ে গেলেন শুভেন্দুকে