মোদির উত্তরসূরী কে? অমিত শাহ নাকি যোগী?

প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান? অন্তত ৩০ শতাংশ মানুষ এখনো প্রধানমন্ত্রী (future prime minister)হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi unparallel) কোনও বিকল্প নেই বলে মনে করেন। কিন্তু তারপর কে? অর্থাৎ নরেন্দ্র মোদির উত্তরসূরী? সমীক্ষায় এখনো পর্যন্ত দুটি নাম উঠে এসেছে অমিত শাহ(Amit Shah) এবং যোগী আদিত্যনাথ(Adityanath)। সম্প্রতি সর্বভারতীয় একটি শীর্ষস্থানীয় চ্যানেলের (leading National channel)করা সমীক্ষায় (survey)বহু মানুষই মোদির উত্তরসূরী হিসেবে যোগী এবং অমিতের নাম করেছেন।

Advt

সি এ এ, এনআরসি এনআরসি, ক্রমবর্ধমান পেট্রোল ডিজেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি কোনও কিছুই মোদি ম্যাজিক ম্লান করতে পারেনি। গেরুয়া শিবিরে জনপ্রিয়তার নিরিখে মোদির ধারে কাছে এখনো কোনো নাম নেই। বিকল্প জানতে চাওয়া হলে উঠে এসেছে অমিত শাহ এবং যোগীর নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে একটি গ্রহণযোগ্যতা আছে। কিন্তু যোগী আদিত্যনাথ? উত্তরপ্রদেশে ঘটে চলা পরপর কয়েকটি নিন্দনীয় ঘটনার জেরে দলের মধ্যেই যোগী যারপরনাই সমালোচনার মুখে পড়েছেন। মনে করা হচ্ছে হিন্দুত্বের তাস খেলে যোগী আদিত্যনাথ বাকিদেরকে পিছনে ফেলে দিয়েছেন।

 

সি এ এ, এনআরসি এনআরসি, ক্রমবর্ধমান পেট্রোল ডিজেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি কোনও কিছুই মোদি ম্যাজিক ম্লান করতে পারেনি। গেরুয়া শিবিরে জনপ্রিয়তার নিরিখে মোদির ধারে কাছে এখনো কোনো নাম নেই। বিকল্প জানতে চাওয়া হলে উঠে এসেছে অমিত শাহ এবং যোগীর নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে একটি গ্রহণযোগ্যতা আছে। কিন্তু যোগী আদিত্যনাথ? উত্তরপ্রদেশে ঘটে চলা পরপর কয়েকটি নিন্দনীয় ঘটনার জেরে দলের মধ্যেই যোগী যারপরনাই সমালোচনার মুখে পড়েছেন। মনে করা হচ্ছে হিন্দুত্বের তাস খেলে যোগী আদিত্যনাথ বাকিদেরকে পিছনে ফেলে দিয়েছেন।

Previous articleভিক্টোরিয়ায় মুকুলের সঙ্গে সৌজন্য বিনিময় মমতার, এড়িয়ে গেলেন শুভেন্দুকে
Next articleকাশ্মীর সীমান্তে ছ’মাসে চতুর্থ সুড়ঙ্গের খোঁজ পেলেন ভারতীয় জওয়ানরা