খেলাধুলো করলে না কি ব্যাঘাত ঘটে পড়াশোনায়। এমনই ধারনা ঘুরে বেড়াচ্ছে এই সমাজে। তাই বাবা মা তাদের সন্তানদের খেলাধুলো থেকে পড়াশোনার ওপরই জোর দেন বেশি। কিন্তু সমাজের এই ভ্রান্ত ধারনার ভুল ভেঙেছেন ক্রিকেটাররা ( cricketer )। বাইশ গজ থেকে লেখাপড়া সবেতেই পারদর্শি কিছু ক্রিকেটার। তারই খোঁজ দিল এখন বিশ্ববাংলা সংবাদ।

জাভাগাল শ্রীনাথ ( javagal srinath) । ভারতীয় ক্রিকেটে এক উজ্জল নাম। একদিনের ক্রিকেটে নিয়েছেন তিনশোর বেশি উইকেট। ১৯৯১ সালে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। মহিশূরের শ্রী জয়াচামারাজেন্দ্র প্রকৌশল কলেজ থেকে ইন্সট্রুমেনটেশন টেকনোলোজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন শ্রীনাথ। বর্তমানে তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাহুল দ্রাবিড় ( rahul dravid) । ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত। উইকেটের পিছনে যেমন যোগ্য সামাল দিয়েছেন, তেমনই ব্যাট হাতে খেলেছেন দুরন্ত ইনিংস। বেঙ্গালুরুর সেন্ট জোসেফস কমার্স কলেজ থেকে কমার্সে স্নাতক ডিগ্রি লাভ করেন দ্রাবিড়। সেন্ট জোসেফসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ করার সময়ই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ‘দ্যা ওয়াল’।

রবিচন্দ্রন অশ্বিন( r ashwin) । ভারতীয় দলে বিশ্বাস যোগ্য বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত প্যারফমেন্স করেন তিনি। শুধু দেশ নয়, আইপিএলেও দুরন্ত অশ্বিন। চেন্নাইয়ের শ্রী শিভাসুব্রাম্যানিয়া নাদার কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইনফরমেশন টেকনোলোজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পেশাদার ক্রিকেটার হওয়ার আগে একটি আইটি সংস্থায় চাকরিও করেছেন অশ্বিন।

আরও পড়ুন:‘কঠোর অনুশীলন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে’ জানালেন সিরাজ
