Wednesday, December 24, 2025

শিল্পের স্বপ্ন দেখিয়ে সিঙ্গুর জিততে চায় বিজেপি!

Date:

Share post:

লক্ষ্য বিধানসভা নির্বাচনে জিতে নবান্নের অনিন্দ্যে পা রাখা। সেই কারণে যে জায়গা থেকে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন, সেই সিঙ্গুরকে হাতিয়ার করেই এবার নীলবাড়ির দখল নিতে চাইছে বিজেপি (Bjp)। কৃষি জমিতে শিল্পের বিরোধিতা করেছিলেন তৃণমূল (Tmc) নেত্রী এবার তার ঠিক উল্টো পথে হেঁটে সিঙ্গুরের মাটিতে শিল্পের স্বপ্ন দেখাচ্ছে পদ্ম শিবির।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহর নির্দেশেই টাটার ছেড়ে যাওয়া জমিতে স্বপ্নের কারখানার ইমারত গড়ার দায়িত্ব নিয়েছেন হুগলির (Hoogli) সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। ইতিমধ্যেই সিঙ্গুর (Singur) আন্দোলনের সময়ে তৃণমূলে থাকা বিজেপি নেতা মুকুল রায়কে (Mukul Ray) সিঙ্গুরে নিয়ে গিয়েছেন লকেট। বিজেপি নেতারা টাটাকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দরবার করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

রাজ্য বিজেপি সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই সিঙ্গুরে আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। দিতে পারেন টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি। কাটোয়া থেকে ৯ জানুয়ারি যে ‘কৃষক সুরক্ষা অভিযান’ শুরু করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J p Nadda), তাতে যোগ দিতে ফেব্রুয়ারির (February) প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, সেই সময়েই অমিতের সভা হতে পারে সিঙ্গুরে।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতে, অমিত শাহর সফরসূচি না জানা পর্যন্ত কোনও কর্মসূচি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। তবে সিঙ্গুরকে য‌ে তাঁরা বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা মেনে নিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:নেপাল কমিউনিস্ট পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হলেন ওলি

সিঙ্গুরের হাত ধরেই লোকসভায় বামেদের সরিয়ে ২০০৯ এবং ২০১৪ সালের নির্বাচনে জেতেন তৃণমূল প্রার্থী রত্না দে নাগ (Ratna DeyNag)। ২০১৯-এর নির্বাচনে ৭২ হাজারেও বেশি ব্যবধানে জেতে দু’বারই তৃতীয় স্থানে থাকা বিজেপি। সাংসদ হন লকেট চট্টোপাধ্যায়। এর মধ্যে সিঙ্গুর বিধানসভা এলাকা থেকেই তিনি এগিয়েছিলেন ১০ হাজারের বেশি ভোটে। এই জনসমর্থনকে কাজে লাগিয়ে শিল্পের আশা জাগিয়ে সিঙ্গুরকে হাতে রাখতে চাইছে গেরুয়া শিবির মত রাজনৈতিক মহলের।

Advt

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...