কোভিড বিধি মেনে মহাসমারোহে পালিত হল সাধারণতন্ত্র দিবস 

কোভিড বিধি (coronavirus security)মেনে ৭২ তম সাধারণতন্ত্র দিবস (republic day) মহাসমারোহে পালিত হল রাজধানীর রাজপথে। জামনগরের রাজ পরিবারের দেওয়া বিশেষ লাল পাগড়ি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra Modi) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন৷

Advt

চিরাচরিত প্রথা মেনেই এদিন ন্যাশানাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে ভিজিটরস বুকে প্রয়াত জওয়ানদের স্মরণে কয়েক লাইন লিপিবদ্ধ করেন৷ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ছিলেন সিডিএস জেনেরল বিপিন রাওয়ত।

এদিন রাজধানীর রাজপথ জুড়ে অত্যন্ত কঠোর ভাবে করোনা সুরক্ষাবিধি মানা হচ্ছে৷ করোনা পরিস্থিতিতে অবশ্য কর্তব্য সবরকমের বিধিও পালন করা হয়েছে। এদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানাতে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে৷

 

 

Previous articleএই প্রথম বার প্রজাতন্ত্র দিবস পালিত হল বিদেশি অতিথি ছাড়া, কেন?
Next article‘সহিংসতা সমস্যার সমাধান নয়’, কৃষক-বিক্ষোভের পর টুইট রাহুল গান্ধী, অমরিন্দর সিংয়ের