পুরোনো হাতিয়ারেই আস্থা, ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে শুরু বঙ্গ-বিজেপির ‘রথযাত্রা’

তথাকথিত কোনও ‘পোস্টার-বয়’-এ ভরসা নেই, সেই পুরনো রথযাত্রার (Rathyatra) রাজনীতিতেই শেষপর্যন্ত আস্থা প্রদর্শন করলো বঙ্গ-বিজেপি (WB BJP)৷

রাজ্যের বিধানসভা ভোটকে (West Bengal Assembly Elections 2021) পাখির চোখ করে ‘রথযাত্রা’র নির্ঘন্ট ঘোষণা করল বিজেপি(BJP)। আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে শুরু হবে এই কর্মসূচি। ৬ ফেব্রুয়ারি হাওড়া-হুগলি ও মেদিনীপুর জোনের রথযাত্রা শুরু হবে কাঁথি থেকে। রথযাত্রায় বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারাও।
বিজেপির এই রথযাত্রার উদ্দেশ্য, একটি কর্মসূচির মাধ্যমে রাজ্যের ২৯৪টি আসনেই ‘বদল’-এর বার্তা পৌঁছে দেওয়া। কিছুটা সময় লাগলেও অবশেষে রথযাত্রার দিনক্ষণ স্থির করল বিজেপি। জানা গিয়েছে,

◾আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ-জোন থেকে শুরু হবে এই রথযাত্রা।

◾যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

◾উত্তরবঙ্গের রথযাত্রা শেষ হবে মালদহে।

◾৬ ফেব্রুয়ারি কাঁথির পিছাবনি থেকে শুরু হবে হাওড়া-হুগলি ও মেদিনীপুর-জোনের রথযাত্রা।

◾৬৯টি বিধানসভা ছুঁয়ে রথযাত্রা শেষ হবে বেলুড় মঠে (Belur Math)।

◾’নবদ্বীপ-জোনের’ রথযাত্রা শুরু হবে চৈতন্যের ভূমি থেকে। শেষ হবে বারাকপুরে।

◾বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে ‘রাঢ়বঙ্গ -জোনে’র রথযাত্রার রুট ঘোষণা হবে শুক্রবার।

আরও পড়ুন- ২ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষার সময়সূচী

Advt

Previous article২ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষার সময়সূচী
Next articleমন্ত্রীদের অনুরোধ উৎসাহে বইমেলার মেয়াদ বাড়ল তিনদিন