Monday, August 25, 2025

রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন! ফের টুইট-তোপ ধনকড়ের

Date:

Share post:

ফের তোপ ধনকড়ের৷

এবার রাজ্যপালের ভাষণ (Inaugural speech ) দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হয়নি৷ বেনজির এই ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পশ্চিবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)৷ শুক্রবার এক টুইটবার্তায় সংবিধানের (Indian Constitution) ধারা উল্লেখ করে এ সংক্রান্ত ‘প্রকৃত’ নিয়ম মনে করিয়ে দিয়েছেন ধনকড়।

টুইটে রাজ্যপাল বলেছেন, “সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী, বছরের প্রথম বিধানসভা অধিবেশন (Assembly session) শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে৷ এর অন্যথা হয় না। অথচ শুধু পশ্চিমবঙ্গে বিধানসভাতেই এবার তা হচ্ছে না।” জগদীপ ধনকড় জানিয়েছেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কোনওভাবেই সংবিধানের এই নিয়ম এড়িয়ে যেতে পারে না।

একুশের নির্বাচনে আগে গত বুধ ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনকারের ভাষণ হয়নি। দু’দিনের বিশেষ অধিবেশনের পর আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টার সময় ফের বিধানসভার অধিবেশন বসবে। ওইদিন ২০২১-২২ আর্থিক বছরের ‘ভোট অন অ্যাকাউন্টস’ পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবং ৮ ফেব্রুয়ারি ওই বাজেটের উপর আলোচনা হবে। ওদিকে, স্পিকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বাম ও কংগ্রেস। এই দুই দলের প্রশ্ন, কেন সংবিধান মেনে অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ হবে না? এর ব্যাখ্যা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি যুক্তি দিয়েছেন, বিধানসভার যে অধিবেশন গত ৯ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়, সেটাই বুধবার চালু করা হয়েছে। সংবিধানের ১৭৬ ধারা অনুসারে যা নিয়ম-লঙ্ঘন নয়। গত বছর যে অধিবেশন ডাকা হয়েছিল তার সমাপ্তি ঘোষণা করা হয়নি। সেই অধিবেশন পুনরায় চালু করা হয়েছে। তাই নতুন বছরের প্রথম অধিবেশনকে নতুন অধিবেশন বলে ধরা যাবে না। তাই এবারের অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণের প্রয়োজন ছিলো না। উদাহরণ হিসাবে ১৯৬৩ ও ২০০৩ সালে সংসদের দু’টি অধিবেশনের কথা উল্লেখ করেন তিনি।

এদিকে, রাজনৈতিক মহলের বক্তব্য, গতবারের অধিবেশনে শুরুতে ভাষণ দেওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছিলেন, রাজ্যের লিখে দেওয়া সবটা তিনি পড়লেও তার সবকিছুর সঙ্গে তিনি সহমত নন। এরপর গত এক বছরে মমতা সরকারের নানা কাজের সমালোচনা করেছেন রাজ্যপাল। তাই এবার অধিবেশনের সূচনা ভাষণ থেকেই বাদ দেওয়া হল রাজ্যপালকে।

আরও পড়ুন:কৃষি আইনের প্রশংসা ও লালকেল্লায় বিক্ষোভের নিন্দায় রাষ্ট্রপতি

Advt

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...