মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পাশে বসে শুনে গেলেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)কীভাবে টানা তাঁর সমালোচনা করে গেলেন৷ সংসদের অধিবেশন ছাড়া বিরোধী দলের কোনও সাংসদ সম্ভবত এমন কাণ্ড ইদানিংকালে ঘটাতে পারেননি৷

নতুন কৃষি আইন (Farm Law) নিয়ে শনিবার ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদির সামনেই দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কঠোর এবং যুক্তিযুক্ত সমালোচনা করে গেলেন তৃণমূলের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহুর্তে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ কেন্দ্রের আনা কৃষি আইন। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ‘সদর্থক’ ভূমিকা নিতে হবে। সুদীপ বলেন, তৃণমূল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করতে চায় না। কিন্তু, যখন ২০টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, তখন সরকার এবং প্রধানমন্ত্রীর উচিত বিরোধীদের দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ বলে প্রধানমন্ত্রী কৃষকদের উপর ‘অবিচার’ করতে পারেন না৷ সুদীপ বলেন, তৃণমূল কংগ্রেস নিঃশর্তে বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছে। তিনি প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতাদের পাশাপাশি সমস্ত দলের প্রধান নেতা বা নেত্রীকেও ডাকুন, তাঁদের কথা শুনুন৷ ওই বৈঠকেই কৃষি আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। তা হলে গোটা দেশের কাছে ‘বার্তা’ যাবে যে, সরকার তথা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও তারা লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Advt

Previous articleকেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের
Next articleমোদি – অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ অনুব্রতর