মোদি – অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ অনুব্রতর

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো। কিন্তু ভোটের বাজনা বেজে গেছে। সরকারপক্ষ- বিরোধীপক্ষ পরস্পর পরস্পরের দিকে তির শানাচ্চ্ছে। শনিবার বীরভূমের রাজনগরের সভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। একাধিক ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। শুধু্ প্রধানমন্ত্রীকেই নয় তীব্র ভাষায় আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। পূর্বনির্ধারিত বঙ্গসফর বাতিলকে ‘বাংলায় আসতে ভয় পেয়েছে’ বলে উল্লেখ করেন অনুব্রত।

এদিন বীরভূমের রাজনগরে সভা করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধিতায় সুর চড়ান তিনি। বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন। বিজেপি সরকার ভাওতাবাজি করছে। ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিলেও আদতে তার কিছুই করতে পারেননি।” এরপরই প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে অনুব্রত বলেন, “মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি।” ‘সোনার বাংলা’ ইস্যুতেও এদিন অনুব্রত খোঁচা দেন মোদিকে। সফর বাতিল নিয়ে অমিত

বিজেপিকে (BJP) আক্রমণের পাশাপাশি এদিনও মুখ্যমন্ত্রী ও তাঁর জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন অনুব্রত বলেন।

Advt

Previous articleমোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়
Next articleএবার বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ, জল্পনা তীব্র