Thursday, December 18, 2025

বেসরকারিকরণের জোর দিয়ে অর্থনীতির হাল ফেরাতে মরিয়া নির্মলা

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝে ২০২১ সালের প্রথম বাজেট অধিবেশনে বেহাল অর্থনীতির(economy) ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোদি সরকার। আর সেই লক্ষ্যেই আগামী অর্থবছর কেন্দ্রীয় বাজেটে বেসরকারিকরণের দিকেই বাড়তি নজর দিলেন নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের তালিকায় এবার একাধিক সরকারি সংস্থাকে বেসরকারি আওতাভুক্ত করেছে সরকার যে তালিকা রয়েছে এয়ার ইন্ডিয়া, পবনহংসের পাশাপাশি দুটি ব্যাংক ও বন্দর ব্যবস্থাপনা।

সোমবার বাজেট অধিবেশনে দেশবাসীকে চমক দিয়ে দুটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে বলে ঘোষণা করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি জাতীয় বিমান সংস্থা এলআইসির শেয়ার খোলাবাজারে বিক্রি করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই শেষ নয় রাষ্ট্রীয় সংস্থার বেসরকারিকরণের রীতিমতো জোয়ার এনে সরকার ঘোষণা করে দেয় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে(BPCL) তুলে দেওয়া হবে বেসরকারী সংস্থার হাতে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া ও জাতীয় হেলিকপ্টার পরিষেবা সংস্থা ‘পবন হংস লিমিটেড’কেও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:Budget 2021: কৃষিক্ষেত্রে ১৬.৫ লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা : অর্থমন্ত্রী

শুধু তাই নয় দেশের বন্দর ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখতে চাইছে না সরকার। রাষ্ট্রীয় কোষাগারের আয় বৃদ্ধির কারণেএবার দেশের বেশ কয়েকটি বড় বন্দর বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে এদিন তিনি আরও জানিয়ে দিয়েছেন ভারতের জাহাজ সারাই শিল্প তৈরি করা হবে। জাপান থেকে পুরনো জাহাজ এনে সারিয়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণে বেসরকারিকরণ নীতির বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিরোধীরা। দেশের জাতীয় সম্পদ সম্পূর্ণরূপে সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...