জ্বালানিতে ‘কৃষি-সেস’, পেট্রোল-ডিজেল হবে ১০০ টাকা লিটার

ফাইল ছবি

🔘 সীতারমণের কৃষি- সেস

◾ডিজেলে লিটার পিছু ৪ টাকা৷
◾পেট্রোলে লিটারপিছু ২.৫ টাকা৷
◾সয়াবিন তেলে ২০ শতাংশ৷
◾সূর্যমুখী তেলে ২০ শতাংশ৷
◾সোনা’য় বসছে ২.৫ শতাংশ কৃষি-সেস৷
◾সেস বসছে তুলোর উপরেও।

আরও মহার্ঘ হতে চলেছে পেট্রোল-ডিজেল!সরকারের আয় বাড়াতে এবার জ্বালানিতেও বসলো কৃষি-সেস (AgriCess)৷ রাজকোষে ঘাটতি কমাতে এখন থেকে ডিজেলে (Diesel) লিটার পিছু ৪ টাকা কৃষি সেস এবং পেট্রোলে (Petrol) লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানির দাম বৃদ্ধির স্পষ্ট প্রভাব পড়বে সর্বস্তরেই৷

এখানেই শেষ নয়, সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি-সেস বসছে৷ সোনার উপর বসছে ২.৫ শতাংশ কৃষি- সেস৷ সেস বসছে তুলোর উপরেও।

যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, সেস বসলেও দাম বাড়ছে না পেট্রোপণ্যের৷ নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) দাবি, সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না৷ কারণ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি৷

এদিকে বাজেট প্রতিক্রিয়ায় সব মহলই আশঙ্কিত, পেট্রোল- ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম। অর্থনৈতিক মহলের অভিমত, কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল- ডিজেলের উপরেই কর চাপানোকেই সরকার আয় বৃদ্ধির সহজ পথ বলে মনে করেছে৷

পেট্রোল ও ডিজেল এখন প্রায় ৮৮-৯০ টাকার কোঠায় চলাফেরা করছে। এরপর সেস বসালে তা যে প্রায় একশো টাকা ছোঁবে, তা নিশ্চিত।

আরও পড়ুন-একাধিক দাবি রাহুল গান্ধীর, রাজনাথ সিং জানালেন, ‘আত্মনির্ভর’ ভারতের বাজেট

Advt

Previous articleভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা নির্মলার বাজেটেও
Next articleবাজেটে খুশির জোয়ার শেয়ারবাজারে, দিনের শেষে ২৩১৪ পয়েন্টের শিখরে সেনসেক্স