ভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা নির্মলার বাজেটেও

প্রধানমন্ত্রী ( prime minister) নরেন্দ্র মোদির( narendra modi) ‘মন কি বাত’ এর পর এবার কেন্দ্রীয় বাজেটেও উঠে এল অস্ট্রেলিয়ার ( Australia ) মাটিতে ভারতের(india) ঐতিহাসিক জয়ের কথা। সোমবার বাজেট পেস করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ( minister of finance) নির্মলা সীতারামন ( nirmala sitharaman) ভারতীয় দলের জয়ের প্রশংসা করেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর যে ভাবে ঘুড়ে দাড়িয়েছে টিম ইন্ডিয়া, তা প্রশংসা কুড়ায় আপামর ভারতবাসীর। রবিবার ‘মন কি বাত’ এ ভারতের জয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির পর সোমবার কেন্দ্রীয় বাজেটে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের কথা তুলে ধরেন নির্মলা সীতারমন।

এদিন তিনি বলেন,”আমরা ক্রিকেটপ্রেমী মানুষ। আমাদের দেশ ক্রিকেট প্রিয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের দু্র্দান্ত সাফল্যের পরে আমাদের যে আনন্দ হয়েছে, তার উল্লেখ না করে পারছি না। নিজেকে মেলে ধরার এবং সফল হওয়ার জন্য আমরা যে প্রতিশ্রুতি, ভারতের জয় দেখে সেগুলোই মনে পড়ে যাচ্ছে।”

আরও পড়ুন: বাজেটে স্বাস্থ্য-শিক্ষা: কোভিডের টিকায় বরাদ্দ ৩৫ কোটি টাকা, লাদাখে উচ্চশিক্ষায় জোর

Advt

Previous articleত্রাতার ভূমিকায় দুই পুলিশ আধিকারিক, গ্রিন করিডরে রোগী পৌঁছলেন হাসপাতালে
Next articleজ্বালানিতে ‘কৃষি-সেস’, পেট্রোল-ডিজেল হবে ১০০ টাকা লিটার