কৃষি আইন নিয়ে তুলকালাম রাজ্যসভা, সাসপেন্ড সুখেন্দু শেখর রায়-সহ একাধিক সাংসদ

বিতর্কিত তিন কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে মঙ্গলবার তুলকালাম রাজ্যসভায় (Rajyasabha)। এদিন বেলা ১১.৩০ অবধি মুলতুবি রাখা হয় অধিবেশন। শৃঙ্খলা ভঙ্গের কারণে চার সাংসদকে সাসপেন্ড করা হয়ে।

শাস্তিপ্রাপ্ত সাংসদদের মধ্যে আছেন তৃণমূলের সুখেন্দু শেখর রায়, (Sukhendu sekhar Roy) সিপিএমের এলারাম করীম, ডিএমকে’র তিরুচি শিবা, বিএসপি’র অশোক সিদ্ধার্থ। পরে আরজেডি-র মনোজ ঝা’কেও সাসপেনশনের নোটিস ধরানো হয়েছে। এর প্রতিবাদে রাজ্যসভায় ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। যার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য মুলতুবি করা হল অধিবেশন।

আরও পড়ুন : তৎকাল বিজেপিতে ভরছে দল: মুকুলের বিরুদ্ধে ক্ষোভের আগুন পদ্মের অন্দরে

Advt

Previous articleরাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
Next articleবঙ্গ-ভোটে অংশ নিতে সলতে পাকানোর কাজ শুরু ওয়েইসি-র দলের