কৃষক-বিক্ষোভ বন্ধ করতে রাস্তায় পেরেক ছড়িয়ে দিল দিল্লি পুলিশ

  1. যেভাবেই হোক কৃষকদের আন্দোলন বন্ধ করতে হবে। ‘সামান্য’ কৃষকদের বাড়াবাড়ি আর সহ্য করবে না কেন্দ্র সরকার। তাই এবার আরো কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। বিদ্যুত্‍, জল , ইন্টারনেট তো আগেই বন্ধ হয়েছিল সিঙ্ঘুতে। এবার কৃষকদের গতিবিধি রুখতে ব্যারিকেড সংলগ্ন রাস্তায় পেরেক ছড়িয়ে দিল পুলিশ। দিল্লির সীমানায় সিঙ্ঘুতে কৃষকদের অবস্থানস্থল ঘিরে ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। রাস্তায় পুঁতে দেওয়া হয়েছে বড় বড় পেরেক।

প্রিয়ঙ্কা গাঁধী ট্যুইটে সরাসরি নরেন্দ্র মোদিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রীজি, কৃষকদের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করলেন?” রাহুল ট্যুইটে লিখেছেন, “সেতু তৈরি করুন। দেওয়াল নয়!”

Advt

Previous articleরাজীব-শুভেন্দুর ছায়ায় হারিয়ে মুকুল বললেন স্লগ ওভারে খেলব
Next articleআগামী বছরের বইমেলার প্রস্তুতি শুরু উদ্যোক্তাদের