কৃষকদের রুখতে কড়া প্রশাসন, রাস্তার মাঝে পোতা হল পেরেক সঙ্গে কংক্রিটের ব্যারিকেড

ফের প্রতিবাদী কৃষকরা সংগঠিত হতে শুরু করেছে সিঙ্ঘু সীমান্তে। সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় দিল্লি। লালকেল্লার সামনেও বিক্ষোভ দেখান কৃষকরা। তাদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিক কেন্দ্র। কিন্তু তাতে একেবারেই রাজি নয় মোদি সরকার। তাই কৃষক আন্দোলন ভেস্তে দিতে মরিয়া দিল্লি পুলিশ।

কৃষকরা যেখানে জড়ো হয়ে আন্দোলন করছেন, সেই গাজিপুর সীমান্তের রাস্তায় পেরেক পুঁতে দিল পুলিশ৷ শুধু রাস্তার মাঝ বরাবর পেরেক পুঁতে দেওয়াই নয় পাশাপাশি কৃষকদের রুখতে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্যারিকেডও৷

কৃষক আন্দোলন রুখতে একই ছবি দেখা গিয়েছে টিকরি সীমান্তেও৷ সেখানেও কৃষকদের আটকাতে লোহার ব্যারিকেড রাস্তার উপরে বসিয়ে তার দিয়ে জুড়ে দেওয়া হয়েছে৷ রাখা হয়েছে জল কামানও৷ যাতে কৃষকরা রাজধানীর দিকে এগোতে না পারেন৷ এছাড়াও দিল্লি পুলিশ ব্যবস্থা করেছে ড্রোনের। ড্রোন ব্যবহার করে তারা নজর রাখছেন কৃষকদের ওপর। জানা যাচ্ছে, উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্য থেকে আবার নতুন করে হাজার হাজার কৃষক আন্দোলনে যোগ দিতে আসছেন৷

এরইমধ্যে কৃষকরা জানিয়ে রেখেছেন আগামী শনিবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি তারা তিন ঘন্টা চাক্কা জ্যাম করবেন। ইতিমধ্যেই সিঙ্ঘু, টিকরি এবং গাজিয়া এই তিন সীমান্তেই বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষক আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা।

আরও পড়ুন : অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ বহন করে সৎকার করলেন এক মহিলা সাব-ইন্সপেক্টর

Advt

Previous articleস্ত্রীকে খুন, শাশুড়িকে কুপিয়ে ‘ফেরার’ যুবক
Next articleভারতের বিরুদ্ধে নামার আগে হঙ্কার জো রুটের