এভাবেও বিয়ে করা যায়! সমুদ্রের ৬০ ফুট গভীরে নবদম্পতির মালাবদল!

এভাবেও বিয়ে করা যায়! দুনিয়া জুড়ে অভিনব পদ্ধতিতে বিয়ে করার হিড়িক লেগে রয়েছে। কেউ আকাশে উড়তে-উড়তে বিয়ে করছেন, তো কারও বিয়ে হচ্ছে সমুদ্রের গভীরে। এইরকমই অভিনব এক বিয়ের আসর বসেছিল চেন্নাইয়ে। এবার সমুদ্রের ৬০ ফুট গভীরে গিয়ে মালাবদল পর্ব সারলেন ইঞ্জিনিয়ার দম্পতি। তাও আবার পুরোহিতের ঠিক করে দেওয়া সময় মেনেই।

জানা গিয়েছে, ধূতি-শাড়ি পরেই জলের নীচে নামার প্রস্তুতি নিয়েছিলেন হবু দম্পতি। সে সময় হাজির ছিল দুই পরিবারও। এরপর মুখে মাস্ক, পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নতুন জীবন শুরু করার আনুষ্ঠানিক পর্ব সারতে ঝাঁপ দিলেন সমুদ্রে। ইতিমধ্যেই তাঁদের সেই অভিনব মালাবাদলের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেন এমন সাধ?

নব দম্পতি জানালেন, দেশের জলসম্পদকে পরিষ্কার রাখা ও প্লাস্টিক মুক্ত রাখার বার্তা দিতেই এমন প্রচেষ্টা। যদিও নববধূ কোয়েম্বাটুরের এস স্বেতা জানালেন, পাত্রপক্ষের এমন উদ্ভট পরিকল্পনা জেনে প্রথমটায় বেশ ভয়ই পেয়েছিলেন। এরপর অবশ্য আমাকে রাজি করিয়ে, সুইমিং পুলে রীতিমত সাঁতার শিখিয়েই আমাকে এই আসরে হাজির করানো হয়েছে।

আরও পড়ুন- অভূতপূর্ব সাড়া, আগামী বছর ১৬ থেকে ২৩ জানুয়ারি বইমেলা করার প্রস্তাব কুণালের


Advt

 

 

 

Previous articleঅভূতপূর্ব সাড়া, আগামী বছর ১৬ থেকে ২৩ জানুয়ারি বইমেলা করার প্রস্তাব কুণালের
Next articleনা জানিয়েই মুকুলদের ‘ষড়যন্ত্রে’ রাজীবকে কোর কমিটির বৈঠকে আমন্ত্রণ, ক্ষুব্ধ দিলীপ