অর্ধেকেরও বেশি দিল্লিবাসীর শরীরে মিলেছে করোনার অ্যান্টিবডি, প্রকাশ সেরো সার্ভেতে

দিল্লিতে (Delhi) অর্ধেকের বেশি বাসিন্দারা নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু তাঁদের শরীরে অ্যান্টিবডি (Antibody) তৈরি হওয়ায় তাঁরা সেরেও উঠছেন। রাজধানীতে সাম্প্রতিক পঞ্চম সেরোলজিক্যাল সার্ভে-র (Serological Survey) তথ্য বলছে, প্রায় ৫৬ শতাংশ দিল্লিবাসীর দেহে করোনাভাইরাসের (Coronavirus) অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Health Minister Satyendar Jain) জানাচ্ছেন, ” পঞ্চম সেরোলজিক্যাল সার্ভে-র রিপোর্ট প্রকাশ করেছে দিল্লি। প্রায় ৫৬.১৩ শতাংশ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এটি ছিল প্রায় ২৮,০০০ নমুনা জড়িত যে কোনও রাজ্যের বৃহত্তম সমীক্ষা। দিল্লি মূলত COVID-19 এর বিরুদ্ধে লড়াইতে জয়ী হয়েছে। যদিও আমাদের এখনও কোভিড বিধি মেনে চলা উচিত।”

সেরো সার্ভের রিপোর্টে শহরের উত্তরের জেলাতে মোট অ্যান্টিবডি পাওয়া পাওয়া গিয়েছে ৪৯ শতাংশ। দক্ষিণ-পূর্ব জেলায় সবচেয়ে বেশি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যার সংখ্যাটা প্রায় ৬২.১৮ শতাংশ।

আরও পড়ুন-পোলিওর বদলে শিশুদের দেওয়া হল স্যানিটাইজার, স্বাস্থ্যকর্মীদের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন

Advt

Previous articleবারুইপুরে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা, “সুপার ফ্লপ” বিজেপির “যোগদান মেলা”!
Next articleরাজীব-শুভেন্দুর ছায়ায় হারিয়ে মুকুল বললেন স্লগ ওভারে খেলব