বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কবর! বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য

ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visvabharati University)। ফের এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকলো বিশ্বভারতী। এবার বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বাংলাদেশ ভবনের ( Bangladesh Bhavan) সামনে “সমাধিস্থল” বা “কবর” (Grave)। ফুল-মালা, ধূপকাঠি এবং তোশক ইত্যাদি দিয়ে সাজানো রয়েছে কবরটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। বিশ্বভারতীর নিরাপত্তার (Security) গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কবরটি কিসের? মানুষের না অন্য কিছুর তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু প্রশ্ন উঠছে, যার-ই হোক কবর, কিন্তু কীভাবে সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে? যেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষীদের কড়া দৃষ্টিতে থাকে, যেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চলে, সেখানে এই কাজ কে বা কারা করলো? কেনই বা করলো? রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এমন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

আরও পড়ুন:গাজীপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল-সহ বিরোধী প্রতিনিধি দলকে যেতে বাধা পুলিশের

উল্লেখ্য, বাংলাদেশ ভবন বিশ্বভারতী ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল। এটি বিশ্বভারতীর অন্যতম আন্তর্জাতিক ভবন। সেই ভবনের সামনেই এবার দেখা গেল কবর।

Advt

Previous articleগাজীপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল-সহ বিরোধী প্রতিনিধি দলকে যেতে বাধা পুলিশের
Next articleবিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে সঙ্ঘে ক্ষোভ, ‘বিলম্বিত বোধোদয়’, কটাক্ষ আশ্রমিকদের