Friday, November 14, 2025

৬৫ বছরের ওপরে বয়স্কদের কোভিশিল্ড নয়! জানাচ্ছে এই দেশগুলি

Date:

৬৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি করোনাভাইরাসের টিকা না দেওয়ার সিদ্ধান্ত জানাল ডেনমার্ক ও নরওয়ে। দুই দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে বিবৃতি জারি করে বলেছে, ৬৫ বছরের অধিক বয়সীদের কোভিশিল্ড দেওয়া হবে না। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকার প্রভাব সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ডেনমার্কের ন্যাশনাল বোর্ড অফ হেলথ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের মধ্যে এই টিকার কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য না পাওয়ার আগে পর্যন্ত কোভিশিল্ড ৬৫ বছরের কম বয়সীদের দেওয়া উচিত। বুধবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ৫৫ বছরের অধিক বয়সীদের টিকা না নেওয়ার সুপারিশ করে। এর আগে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনও শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এ টিকার ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সুইজারল্যান্ডও যে কোনও বয়সের মানুষের জন্য কোভিশিল্ড প্রয়োগ করার অনুমোদন দেয়নি। অন্যদিকে, জার্মানির দু’টি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, অক্সফোর্ডে-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকা বয়স্কদের কাজে আসে না। সেখানে দাবি করা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮-১০ শতাংশ।

হ্যান্ডলসব্যাট-এর রিপোর্টে রয়েছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন মাত্র ৮ শতাংশ কার্যকর। আর বিল্ডের রিপোর্ট বলছে, তা ১০ শতাংশের কম কার্যকর। তবে কোভিশিল্ডের কার্যকারিতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়ে অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে জানিয়েছে, অতিমারির সময়ে তাঁদের টিকার বাস্তব প্রভাব রয়েছে। চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশে এর অনুমোদন দেওয়া হয়েছে৷

আরও পড়ুন-‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version