এটা কি চলছে রাজ্যে? সিন্ডিকেট রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে? ফের বিস্ফোরক রাজ্যপাল

রাজ্যসরকারের বিরুদ্ধে সরব হওয়া নতুন কিছু নয় । রাজ্যসরকার বনাম রাজ্যপাল পশ্চিমবঙ্গে আর নতুন ঘটনা নয়। হর রোজই কোনও না কোনো ইস্যুতে রাজ্যপাল রাজ্যসরকারকে তুলোধোনা কর‍রন। ব্যতিক্রম হলো না শনিবারও। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি রাজনীতির প্রসঙ্গ তুলে আনলেন। এদিন সেন্ট জেভিয়ার্স কলেজের নিউটাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন রাজ্যপাল। সেখানে তিনি তুলে আনেন সিন্ডিকেট প্রসঙ্গ। ভোটের মুখে এবার সিন্ডিকেট (Syndicate) নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, ‘গণতন্ত্রে স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারাটাই স্বাধীনতা। সিন্ডিকেটের কারণে সেই অধিকার খর্ব হচ্ছে।’

সাংবাদিকদের সামনে সিন্ডিকেট নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। রাজ্যপালের অভিযোগ, ‘দু’টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে?’ ‘সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকী শিল্পপতিরাও নিজের ইচ্ছায় চলতে পারছেন না’। সংবাদমাধ্যমকে তাঁর পরামর্শ, ‘আপনারা সবকিছু দেখান। সরকারের ঠিক করে দেওয়া বিষয় শুধু দেখাবেন না। সবার চোখ খুলে দিন।’  রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে। কিন্তু  বিনিয়োগ কি আসছে? এদিন কার্যত সেই প্রশ্ন তুলে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘বাণিজ্য সম্মেলন করে রাজ্যে কত বিনিয়োগ এল তা তুলে ধরুন।’  শুধু তাই নয়, নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে ফের একবার সরকারি কর্মীদের সতর্ক করে দেন তিনি।

Previous articleদেবশ্রীকে কটাক্ষ করতে গিয়ে ভাঁড়ার ঘরের দরজা খুলে ‘বেনকাব’ শোভন
Next articleকলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে সৌমেন মিত্র, এডিজি সিআইডি-র পদে অনুজ শর্মা