Wednesday, August 27, 2025

আব্বাসের সঙ্গে কং-বাম সমঝোতা প্রায় বিশ বাঁও জলে

Date:

Share post:

হায়দরাবাদের AIMIM-এর সঙ্গ না ছাড়লে আব্বাসউদ্দিন সিদ্দিকির সঙ্গে জোটে যাচ্ছে না বাম-কংগ্রেস৷ পরিস্থিতি এমনই, বহু চর্চিত এই ভোটের-জোট বিশ বাঁও জলে তলিয়ে যাওয়ার মুখে৷

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকির (Abbasuddin Siddiqui) তৈরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF ) সঙ্গে জোট গড়ে একুশের ভোটে (WB assembly election 2021 ) লড়াই করার প্রস্তুতি নিয়েছিলো বাম-কংগ্রেস (Left- Congress)৷ যদিও কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ( Adhir Choudhury) জানিয়েছেন, “জোট বা আসন সমঝোতা নিয়ে আমার সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি সিদ্দিকির।” এদিকে সূত্রের খবর, মূলত দু’টি কারন প্রস্তাবিত জোটের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷

(১) সিদ্দিকি চিঠি লিখে ৪৪টি আসন দাবি করেছেন। এই দাবি বামফ্রন্ট বা কংগ্রেস কেউই মানছে না৷ এত আসন কিছুতেই আব্বাসের দলকে ছাড়বে না ওই দুই দল৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেই দিয়েছেন, “আমরা ৪৪টি আসন ছাড়ার অবস্থা্য় নেই”। ফলে এই আসন ভাগাভাগি নিয়েই একসঙ্গে হাঁটার আগেই দু’তরফের পথ আলাদা হতে চলেছে৷

(২) বাংলার ভোটে এবার লড়তে চায় আসাউদ্দিন ওয়েইসি’র (Asaduddin Owaisi) দল, AIMIM বা ‘মিম’৷ এই লক্ষ্যে গত ৩ জানুয়ারি ওয়াইসি নিজে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে দু’‌ঘন্টা বৈঠক করেন। এরপরই ওয়েইসির দলের সঙ্গে জোটের কথা ঘোষণা করেন আব্বাস৷ কিন্তু এই জোট মানতে নারাজ বাম- কংগ্রেস। সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ( Md. Selim) বলেছেন, “আমার সঙ্গে সিদ্দিকির কথা হয়েছে। তাঁকে বলেছি, AIMIM-এর সঙ্গে আমাদের বোঝাপড়া সম্ভব নয়।”

জানা গিয়েছে, বাম- কংগ্রেসের এই শর্ত মানতে রাজি নন আব্বাস৷ তিনি বলেছেন, ” AIMIM আগেই আমাদের সঙ্গে জোটের প্রস্তাব দেয়৷ আমরা সহমত হই৷ বামফ্রন্ট বা কংগ্রেস কখনও আমাদের বলতে দিতে পারে না, কার সঙ্গে আমরা জোট করব বা জোট করব না”৷ আব্বাসের প্রশ্ন, ” বাম- কংগ্রেসের হঠাৎ অ্যালার্জি হল কেন ?‌ এর উত্তর পেলে আমরা ওই অ্যালার্জির ওষুধের ব্যবস্থা করব।

বাম-কংয়ের সঙ্গে জোট যে আর হচ্ছে না তা বোঝাতে আব্বাস সিদ্দিকি ‘চরম’ কথাও বলে দিয়েছেন৷ বলেছেন, “বামফ্রন্ট এবং কংগ্রেস, দুজনই মৃত্যুর দিকে হাঁটছে। আমরা ভেবেছিলাম অক্সিজেন দিয়ে এবার বাঁচিয়ে তুলবো। কিন্তু তারা যখন অক্সিজেন চায় না, তখন না হয় ওদের শেষকৃত্যেই হাঁটবো।”

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার ঘোষণা করে বাম-কংগ্রেসের উপর কৌশলী চাপ আব্বাসের

Advt

 

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...