আলাদা কোচবিহারের দাবির কথা শুনেছেন অমিত শাহ, দাবি গ্রেটার নেতা-কর্মীদের

কোচবিহারে(CuchhBihar) পরিবর্তন প্রাক্কালে অসমের গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে আলাদা কোচবিহার রাজ্যের দাবির কথা শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এমনই দাবি করেছেন গ্রেটার কোচবিহারের নেতা-সমর্থকরা। তবে অমিত শাহ তাঁদের আলাদা রাজ্য হবে এমন কোনও আশ্বাস দিয়েছেন বলে কেউ অবশ্য দাবি করেননি।

বৃহস্পতিবার কোচবিহারে প্রবেশের আগে অসমে গ্রটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গাইগাও বিমানবন্দরে নেমে অসমের চিরাঙের ছাতিপুরে যান তিনি৷ অনন্ত মহারাজের(Ananta Maharaj) বাড়িতে সকালের খাবার খাওয়ার ফাঁকে রাজবংশী জনজাতির হালহকিকত নিয়েও কথা বলেন অমিত শাহ। অমিত শাহের এই সফরকে ঘিরে বাড়তি উচ্ছাস গ্রেটারদের মধ্যে৷

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রের খবর, অনন্ত মহারাজের পরিবার রাজবংশী জনজাতির মানুষ। তাদের সংস্কৃতি অনুযায়ী ফুল দিয়ে বরণ করেন অমিত শাহকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রায় চল্লিশ মিনিট ছিলেন এই বাড়িতে৷ উত্তরবঙ্গ ও নিম্ন অসম সহ রাজবংশী জনজাতির বর্তমানের দুর্দশার কথা অমিত শাহকে জানিয়েছেন অনন্ত মহারাজ । গ্রেটার সংগঠনের অনন্ত মহারাজ গোষ্ঠীর দাবি, কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণা করতে হবে৷
এদিন কোচবিহারের রাসমেলা মাঠেও হলুদ পতাকা ও হলুদ গামছা গলায় দিয়ে ভিড় করেন রাজবংশী জনজাতি ও গ্রেটার সমর্থকরা৷ কোচবিহার সফরে এসে অমিত শাহের মুল লক্ষ্য ছিল রাজবংশী ভোট। মঞ্চ থেকে পতাকা নেড়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি৷

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য, হিংসা ছড়ানো হলে ব্যবস্থা: কেন্দ্র

এর পর অমিত শাহ যান মদনমোহন মন্দিরে৷ পুজো দেন মন্দিরে। পুরোহিতদের সাথে কথা বলেন তিনি৷ পুজো শেষে মদনমোহন মন্দিরে তিনি সাংবাদিকদের বলেছেন, সিআরপিএফের ব্যাটেলিয়ান বানানো হবে এবং ট্রেনিং সেন্টারের নাম মহান সেনাপতি বীর চিলারায়ের নামে করা হবে৷ এতে কোচ রাজবংশী সংস্কৃতি দেশজুড়ে প্রচার ও প্রসার হবে। সোনার বাংলা গড়ার কথাও বলেছেন অমিত শাহ।

Advt

Previous articleজোর করে বনধ নয়, বামেদের হরতাল রুখতে কড়া মনোভাব দেখাবে প্রশাসন
Next articleকরোনা বিধি মেনেই শুক্রবার থেকেই খুলবে রাজ্যের স্কুলগুলি, ঘোষণা শিক্ষামন্ত্রীর