কথায় বলে গল্পের গরু গাছে ওঠে! কিন্তু বাস্তব পরিস্থিতি দেখলে আপনিও চমকে যাবেন। এবার এক বয়স্ক ব্যক্তি বাইক নিয়ে যে স্টান্ট দেখালেন তা দেখে রীতিমতো তাজ্জব সবাই।ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি উল্টোদিকে বাইক চালাচ্ছেন। অর্থ্যাৎ বাইকের সিট এর উল্টো দিকে বসে বাইক কন্ট্রোল করছেন।
এটাও কি সম্ভব?কোনও রকম ভয় ছাড়াই বেশ দক্ষ ভাবেই উল্টো দিকে বসে বাইক চালাচ্ছেন তিনি। এই বয়সেও এরকম দুঃসাহসিক স্টান্ট করতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। বৃদ্ধটির এই প্রতিভা নজর কেড়েছে। মূহঘ ভাইরাল ভিডিও । দেখুন তারই এক ঝলক ।