‘পরিবর্তন যাত্রা’র সূচনা আগে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো অমিত শাহের

একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মাত্র ৭ দিনের ব্যবধানে ফের একবার রাজ্যে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনা করবেন তিনি। তার আগে গঙ্গাসাগরের(Gangasagar) কপিলমুনির আশ্রম এগিয়ে পুজো দিলেন শাহ।

আরও পড়ুন:জাকিরকে খুন করতে পরিকল্পিত হামলা, সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ: মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কর্মসূচির একেবারে শুরুতে বালিগঞ্জ ভারত সেবাশ্রম পৌঁছন অমিত শাহ। সেখানে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের(Pranabananda Maharaj) ১২৫ তম জন্মদিবস উপলক্ষে সংঘের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এরপর হেলিকপ্টারে করে তিনি পৌঁছন গঙ্গাসাগরে। সাগরে পৌঁছে সমুদ্রকে প্রণাম করার পর। সোজা কপিল মুনির আশ্রমে প্রবেশ করেন তিনি। সেখানে পুজো ও আরতী সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আজ আমার জন্য সৌভাগ্যের দিন, গঙ্গাসাগরের পবিত্র স্থানে উপস্থিত হতে পেরে আমি ভাগ্যবান। এই জন্যই কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।’ পাশাপাশি তিনি আরো বলেন ‘পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হলে এখানেও ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ হবে। আমি সুনিশ্চিত করব, পশ্চিমবঙ্গে সরকার তৈরির পর পর্যটন সংক্রান্ত সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যাতে এখানে কার্যকর হয়। বিশ্বের কাছে এই স্থানের মাহাত্ম্য তুলে ধরা হবে।’

Advt