ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

🔹সেনসেক্স ৪৯,৭৫১.৪১ (⬆️ ০.০১%)

🔹নিফটি ১৪,৭০৭.৮০ (⬆️ ০.২২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে সেই আশায় জল ঢেলে সোমবার বড়সড় ধাক্কা খায় দালাল স্ট্রিট ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। সে ধাক্কা সামলিয়ে মঙ্গলবার সামান্য ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। মঙ্গলবার ৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩২ পয়েন্ট।

আরও পড়ুন:নুসরতকে ডিভোর্স দিতে চলেছেন নিখিল? মুখ খুললেন সাংসদ

মঙ্গলবার বাজার খোলার পর থেকে খুব একটা পরিবর্তন হয়নি সেনসেক্সের সূচকে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় মাত্র ৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭.০৯ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৫১.৪১।পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৩২.১০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭০৭.৮০।

Advt

Previous articleএক মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল কর্ণাটক, মৃত ৬
Next articleপালিয়েও শেষ রক্ষা হল না: অবশেষে পুলিশের জালে প্রসেনজিৎ