টুলকিট কাণ্ডে জামিন পেলেন পরিবেশকর্মী দিশা রবি

টুলকিট মামলায় (toolkit case) জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি (disha ravi)। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ধর্মেন্দ্র রানা ২২ বছরের দিশাকে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর (granted bail) করেন। জামিন দেওয়ার সময় বিচারক মন্তব্য করেন, ২২ বছরের একটা মেয়েকে জেলে আটকে রাখার মত যথেষ্ট কারণ নেই। অতীতে দিশার কোনও অপরাধের কোনও রেকর্ডও নেই। কোর্টের এই পর্যবেক্ষণের পর নিশ্চিতভাবেই প্রশ্নের মুখে পড়ল দিল্লি পুলিশের অতি সক্রিয়তা। গত শুক্রবারই টুলকিট মামলায় পরিবেশ আন্দোলনকারী দিশাকে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। অবশেষে মঙ্গলবার জামিন আবেদনের শুনানির শেষে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন-গ্রেফতারের আশঙ্কায় গা ঢাকা দিয়েছেন রাকেশ? বিজেপি নেতার বাড়িতে জোরদার পুলিশি তল্লাশি

প্রসঙ্গত, তিন কৃষি আইনের (farm laws) বিরোধিতায় কৃষকদের লাগাতার আন্দোলনকে (farmers protest) সমর্থন করে টুইট করেছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ভারতের দিশা রবি সহ বহু সমাজকর্মী ও বিশিষ্ট মানুষ। সরকারবিরোধী বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে দিশা টুলকিট শেয়ার করেছেন বলে এরপরই অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ অভিযোগ তোলে যে দিশা ও আরও দুজনের ( নিকিতা জ্যাকব ও শান্তনু মুলুক) খালিস্তানপন্থী বিদেশি সংগঠনের যোগাযোগ আছে। এমনকী এই অভিযোগে তড়িঘড়ি দেশদ্রোহের মামলাও দায়ের করা হয় দিশার বিরুদ্ধে। টুলকিট মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছিল পরিবেশকর্মী দিশা রবিকে। তবে এদিন আদালতের জামিনের রায় দিল্লি পুলিশের জন্য ‘ধাক্কা’ বলাই যায়।

Advt

Previous articleকুণাল-শওকতের পদযাত্রায় জনস্রোত: বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল
Next articleনুসরতকে ডিভোর্স দিতে চলেছেন নিখিল? মুখ খুললেন সাংসদ