রাজীব কুমারকে হেফাজতে নিতে CBI- মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে

ফের শিরোনামে আইপিএস তথা কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার (Rajiv kumar)৷

সারদা-কাণ্ডের তদন্তের স্বার্থে রাজ্যের বর্তমান তথ্যপ্রযুক্তি সচিব রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য CBI গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে (supreme court ) মামলা করেছিল৷ অনিবার্য কোনও কারনে স্থগিত না হলে সুপ্রিম কোর্টে CBI-এর তরফে রুজু করা সেই মামলারই শুনানি হওয়ার কথা মঙ্গলবার৷

আরও পড়ুন-হাইকোর্টের স্থগিতাদেশ,রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অথৈ জলে

সারদা-কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সিবিআই৷ CBI-এর হলফনামায় বলা হয়েছে, সারদা কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার৷ তাঁকে হেফাজতে নিয়ে জেরা না করলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে৷
প্রসঙ্গত, সারদা মামলায় রাজ্য সরকার গঠিত SIT বা বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই কারনেই এই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে CBI বার বার দাবি করেছে৷ গত ২০১৯ সালে শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে CBI জিজ্ঞাসাবাদ করেছিলো৷

Previous articleসর্বনিম্ন ভাড়া ৫০ টাকা করার দাবিতে ট্যাক্সি ধর্মঘট, নাকাল যাত্রীরা
Next articleম্যাচ ড্র, চ্যাম্পিয়নস লিগের ভাগ্য ঝুলে থাকল হাবাসের দলের