মমতার বাড়িতে পুজো-অর্চনা-যজ্ঞ করলেন জগন্নাথ দ্বৈতাপতি, রয়েছেন অভিষেকও

সবকিছু ঠিকঠাক থাকলে, আজ শুক্রবার বিকেলেই বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের (Assembly Election) দিনক্ষণ ঘোষণা করে দেবেন নির্বাচন কমিশন (Election Commission) এদিনই আবার কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে পুজো-অর্চনা-যজ্ঞ চলছে সকাল থেকে। পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আরও পড়ুন-কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

অন্যদিকে, আজ শুভদিন। কাকতলীয় ভাবে এদিনই আবার দিল্লি থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে বিকেল সাড়ে চারটে। কমিশনের সাংবাদিক বৈঠক শেষেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল দলে অন্তত সেটাই রীতি। বিকেলে কোর কমিটির বৈঠকও ডেকেছেন তিনি। অতীত বলছে, ভোট ঘোষণার দিন বা তার পরের দিন ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা। তার আগেই ধূমধাম করে পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advt

Previous articleভার্চুয়ালেও সায় নেই চিকিৎসকদের, ব্রিগেডে পাঠ করা হবে বুদ্ধবাবুর লিখিত বার্তাই
Next articleনিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশের পর বেতন বন্ধের নির্দেশিকা, অনিশ্চয়তায় টেট উত্তীর্ণরা পরীক্ষার্থীরা