Friday, November 14, 2025

চিকিৎসকের অনুমতি পেলে ব্রিগেড যেতে চান বুদ্ধদেব, জানালেন নেতৃত্বকে

Date:

শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ। অসুস্থতার জন্য দীর্ঘদিন চার দেওয়ালের অন্দরে দিন কাটছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে শরীর অসুস্থ হলেও দলের প্রতি অফুরন্ত ভালবাসায় ব্রিগেডের(brigade rally) সমাবেশ যোগ দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য(buddhadeb Bhattacharya)। শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বকে তাঁর সেই ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আলিমুদ্দিন(alimuddin) সূত্রে জানা গেল এমনটাই। সিপিএম নেতৃত্ব বুদ্ধবাবুর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে এবারের ব্রিগেডে তাঁকে আসার জন্য অনুরোধ করেনি। তবে বামেদের ছাত্র-যুবদের তরফে আবেদন রাখা হয়েছিল সশরীরে না হলেও ভার্চুয়ালি ব্রিগেডের ময়দানে আনা হোক বুদ্ধবাবুকে। সবশেষে জানা যায় ব্রিগেড মঞ্চে একটি লিখিত বার্তা পাঠাবেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আলিমুদ্দিন সূত্রের খবর, শুক্রবার সেই সমস্ত জল্পনার দিকগুলিকে পেছনে ফেলে বুদ্ধদেববাবু নিজেই জানান, রবিবার ব্রিগেডে উপস্থিত হতে চান তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো উজ্জীবিত বামেরা।

যদিও দলের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের জনসভা উপস্থিত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও মুজফ্ফর আহমেদ ভবনের ‘থিঙ্ক ট্যাঙ্ক’রা চান এ বিষয়ে সিদ্ধান্ত নিন বুদ্ধদেবের চিকিৎসকরা। তার কারণ নানান রকম শারীরিক অসুস্থতার পাশাপাশি ধুলোয় এলার্জি রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। আর বিগেড জনসভা মানেই ধুলোর ঢেউ। যদিও তার আসার ইচ্ছা প্রসঙ্গে এ দিন বাম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একটা নাম নন। তিনি বামফ্রন্ট কর্মী-সমর্থকদের কাছে একজন এমন নেতা যাঁর কথা শোনার জন্য তাঁরা অপেক্ষা করে থাকেন। তিনি ব্রিগেড সমাবেশে এলে আমাদের কাছে তা খুব খুশির খবর হবে। তবে সব কিছু নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর।’

আরও পড়ুন:গান-কবিতাকে অস্ত্র করে ব্রিগেড আসার আহ্বান অনীক-কমলেশ্বর-শ্রীলেখাদের

উল্লেখ্য, ২০০০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বামেদের ব্রিগেডের প্রধান বক্তা হতেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিগেডের জনসভায় প্রধান বক্তা ছিলেন তিনি। এরপর প্রচন্ড অসুস্থতা সত্বেও ২০১৯ সালের ৩ ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত হন বুদ্ধদেব বাবু। যদিও চিকিৎসকদের অনুমতি না থাকায় গাড়ি থেকে নিচে নামতে পারেননি বামেদের জনপ্রিয় এই নেতা। কিছুক্ষণ সেখান থেকে ফের বাড়ি ফিরে যান তিনি। এবারের ব্রিগেড জনসমাবেশ অনুমান করা হচ্ছিল হয়তো অসুস্থতার কারণে উপস্থিত থাকবেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সে সম্ভাবনায় জল ঢেলে তিনি জানিয়ে দিলেন, তাঁর ব্রিগেড আসার ইচ্ছার কথা। যদিও সবটাই এখন নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version