ঐক্যের তাল কাটলেন আব্বাস সিদ্দিকি, কংগ্রেসকে দুষলেন সমঝোতা না করায়

ব্রিগেডের সমাবেশেই যেন সংযুক্ত মোর্চার তাল কেটে দিলেন ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি৷

লক্ষ মানুষের সমাবেশে বক্তব্য রাখতে উঠে এই জোট গড়ার ক্ষেত্রে আব্বাস সিদ্দিকি বার বার সিপিএম তথা বামেদের অভিনন্দন জানালেও, কংগ্রেসের নাম নিলেননা৷ শুধু না নেওয়াই নয়, বরং অধীর চৌধুরির উপস্থিতিতেই কংগ্রেসকে দুষলেন আসন না ছাড়ার জন্য৷ আব্বাস বলেছেন, ” আপনারা আশ্চর্য হচ্ছেন আমি কেন ISF এবং বামপ্রার্থীদের ভোট দিতে বলছি, কেন কংগ্রেসকে সমর্থন করতে বলছি না৷ কংগ্রেসের দিকে আমরা হাত বাড়িয়ে আছি, কংগ্রেস এখনও হাত ধরেনি, আসন নিয়ে সমঝোতায় আসেনি৷ কংগ্রেসের জন্য দরজা খোলা, ওরা সমঝোতায় এলে আমি কংগ্রেসকেও ভোট দিতে বলবো, সভা করবো”৷

Advt

Previous articleঅপেক্ষার অবসান! মোদির ছবি নিয়ে মহাকাশ পাড়ি দিল পিএসএলভি সি-৫১
Next articleআমাদের জোটের চেয়েও মানুষের কাছে পৌঁছনোই সবচেয়ে জরুরি: সূর্যকান্ত