মানুষকে মানবিকতার পাঠ গজরাজের!

রাস্তায় গাড়ি চাপা পড়েছে একটি কুকুর (Dog)। সভ্য মানুষের হুঁশ নেই। সেই দেহের উপর দিয়েই চলছে গাড়ি। কেউ ফিরেও তাকাচ্ছে না। অথচ মৃতদেহের প্রতি সম্মান জানাল আর এক চারপেয়ে। কলেবরে সে কুকুরটির বহু গুণ বড়। তার পায়ে শিকল। মানুষের হাতে বন্দি সে। তবুও কুকুরের দেহ না মাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল গজরাজ।

এই ভিডিওটি শেয়ার করেছেন এক আইএফএস (Ifs) অফিসার সুশান্ত নন্দা (Sushanta Nanda)। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। বেশিরভাগ গাড়ি চলে যাচ্ছে সেই দেহের উপর দিয়ে। কেউ হয়তো একটু পাশ কাটিয়ে যাচ্ছে। লোক চলাচল করছে আশপাশ দিয়ে। কারো কোনো তাপ-উত্তাপ নেই। এই সময় একটি হাতিকে (Elephant) নিয়ে যাচ্ছিল মাহুত। কুকুরটিকে দেখে রীতিমতো দূরত্ব বজায় রেখে ঘুরে গেল হাতিটি। এ ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন, বিশ্বের প্রতিটি পশু-পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হোক। শিকলে বেঁধে যাদের উপর আধিপত্য দেখানোর চেষ্টা করে মানুষ। সময় এলে তারাই কী মানবিকতা শিখিয়ে দেয় না? এই ভিডিও এখন সেই প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন- ফের অসুস্থ অমিতাভ! ‘অস্ত্রোপচার হবে’, জানালেন নিজেই

Advt

 

Previous articleআইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহামেডান
Next articleফের অভিমানে আত্মঘাতী ছাত্রী!