কাঠের উনুন জ্বালিয়ে রান্না! অভিনব প্রতিবাদ তৃণমূলের

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলনে সামিল উত্তরপাড়া (Uttarpara) শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের (Tmc) নেতা-কর্মীরা। রবিবার সকালে রিষড়া সুভাষনগর বি ব্লক এলাকায় উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তীর নেতৃত্বে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদে সামিল হন মহিলারা।

এছাড়াও গলায় প্ল্যাকার্ড (Placard) ঝুলিয়ে রান্নার গ্যাসে ” দ্যাখো আমিও বাড়ছি মাম্মি” বলে বিজ্ঞাপনের ট্যাগ লাইন লেখা প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা কর্মীরা। এই বিক্ষোভ সম্পর্কে ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তী বলেন, যেভাবে দিন দিন কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল (Petrol), ডিজেল (Diesel), রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এর বিহিত হওয়া দরকার।

আরও পড়ুন:ব্রিগেডে সম্ভবত নেই তেজস্বী যাদব, দেখা করবেন মমতার সঙ্গে, নয়া জল্পনা

Advt

Previous articleবাড়ছে ইউপিআই জালিয়াতি, গ্রাহকদের সতর্ক করল এসবিআই
Next articleব্রিগেডমুখী জনতার মিছিল: কংগ্রেস-আইএসএফকে নিয়ে ভিড়ের আশা বামেদের