ব্রিগেডমুখী জনতার মিছিল: কংগ্রেস-আইএসএফকে নিয়ে ভিড়ের আশা বামেদের

বাস-ম্যাটাডোর-গাড়ি-বাইক ভর্তি কর্মী-সমর্থক। শুধু বাম নয়, আছে কংগ্রেস (Congress), আইএসএফ(Isf)। কখনও স্লোগান- ‘দিকে দিকে ব্যারিকেড, গড়ে তোলো কমরেড’। কখনও ‘টুম্পা সোনা’। কখনও ‘বন্দেমাতরম্’। আবার কখনও ‘ভাইজান জিন্দাবাদ’। প্রত্যেকের মধ্যে উচ্ছাস উদ্দীপনা দেখার মতো। হাওড়া, শিয়ালদহ থেকে শুরু করে উত্তরের শ্যামবাজার বা দক্ষিণের গড়িয়াহাট- রাস্তায় তাকালেই দেখা যাচ্ছে ফ্ল্যাগ উড়িয়ে ব্রিগেডের উদ্দেশে চলেছে মিছিল, গাড়ি।

এবারের ব্রিগেডে সভামঞ্চের মাপ উচ্চতা ১৮ ফুট, প্রস্থ ২৪। সভামঞ্চের পাশাপাশি সমাবেশ ঘিরে ৬২০টি মাইক লাগানো হয়েছে। ভিড় ঠিক কতটা এলাকা পর্যন্ত ছড়বে তা এখনও বোঝা না গেলেও এখনো পর্যন্ত যা জনসমাগম তা বাম-কংগ্রেস নেতৃত্বের আশা জাগাচ্ছে।

শনিবার রাত থেকেই শহরে আসতে শুরু করেছেন বাম-কংগ্রেস সমর্থকরা। বাংলার রাজনীতির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামেদের ব্রিগেড সমাবেশ। সঙ্গে আইএসএফ।

 

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেন, রবিবারের ব্রিগেড ১৯৫৫ সালের ক্রুশ্চেভ-বুলগানিন-জওহরলালদের সভাকে ছাপিয়ে যেতে পারে। বামেদের তরফের খবর, 10 লক্ষ মানুষের জমায়েতে আশা করছেন তাঁরা।

আরও পড়ুন:কাঠের উনুন জ্বালিয়ে রান্না! উত্তরপাড়ায় অভিনব প্রতিবাদ তৃণমূলের

Advt

 

Previous articleকাঠের উনুন জ্বালিয়ে রান্না! অভিনব প্রতিবাদ তৃণমূলের
Next articleআস্থা লালেই, ব্রিগেডের টানে গুজরাট থেকে কলকাতায় পরিযায়ী শ্রমিক