সোনিয়া গান্ধী রাজি আছেন, রাজ্যের কেউ ঢিলে করছে’, এবার অন্য চাল আব্বাসের

ব্রিগেড-মঞ্চের তোপই শেষ নয়৷ এবার প্রদেশ কংগ্রেসকে ‘হাই কম্যাণ্ড’ দেখালেন ISF-এর প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অধীর চৌধুরির (Adhir Choudhury) উপর চাপ সৃষ্টির কৌশল নিলেন আব্বাস৷

চাহিদামাফিক আসন না পাওয়ায় রবিবারের ব্রিগেড-সভামঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে সরাসরি কাঠগড়ায় তোলেন পীরজাদা৷ জোটের শর্ত লঙ্ঘন করে ISF-এর এই নেতা হুমকির সুরেই বলেন, কংগ্রেস যতক্ষন আসন না ছাড়ছে, ততক্ষণ কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলবো না৷ সরাসরি প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে বার্তা দিয়ে ISF-এর প্রধান বলেন, দয়া নয়, অধিকার চাই৷

এখানেই থামেননি তিনি৷
ফের প্রদেশ সভাপতি অধীর চৌধুরিকে বার্তা দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি। ব্রিগেডে দেওয়া হুমকির রেশ ধরে রেখে পরে সিদ্দিকি অধীর চৌধুরির উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন৷ ওই সভার পর তিনি বলেছেন, “‘আমাদের পক্ষ থেকে দরজা খোলা আছে। যা বলার তা বলেছি, আরও তো বেশিদিন অপেক্ষা করা যাবে না।”

অতীতে বহুবার তৃণমূল প্রদেশ কংগ্রেসের উপর চাপ বাড়াতে সরাসরি গান্ধী পরিবারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে৷ কিছু ক্ষেত্রে লাভও হয়েছে ওই কৌশলে৷ এবার আব্বাস সিদ্দিকিও হাঁটলেন সেই পথে৷ তিনি বলেছেন, “যা বলার তা বলে দিয়েছি৷ সদিচ্ছা থাকলে মানুযের স্বার্থে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এগিয়ে আসবেন। সোনিয়া গান্ধী তো রাজি আছেন আসন ছাড়ার বিষয়ে৷ মনে হয়, রাজ্যের কেউ হয়ত একটু ঢিলে করছে। দিল্লি যা চাইছে, তা এখানে মানা হচ্ছেনা”৷ সিদ্দিকি বলেছেন, “আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের স্বার্থে সমাধান বেরিয়ে আসুক”।

আব্বাসের মুখে এভাবে সোনিয়া গান্ধীর নাম আসার ঘটনার অন্য ব্যাখ্যা করেছে রাজনৈতিক মহল৷ তিনি বোঝাতে চেয়েছেন, হাই কম্যাণ্ড জোট বা আসন সমঝোতায় সিলমোহর দিলেও, রাজ্য কংগ্রেস, মূলত সভাপতি অধীর চৌধুরি, ISF-এর দাবি করা আসন ছাড়তে নারাজ৷ তাই প্রয়োজনে আব্বাস এ বিষয়ে সোনিয়া গান্ধীর কাছে অধীরের নামে নালিশও জানাতে পারেন৷ তেমন হলে এই জোটে কংগ্রেস থাকতে নাও পারে৷ কারন, ISF উত্তরবঙ্গের এমন কিছু আসন দাবি করেছে, যেগুলি ‘ট্র্যাডিশনালি’ কংগ্রেসের আসন৷ দলের স্বার্থেই ওইসব আসন কিছুতেই ছাড়তে রাজি নন অধীর৷ অধীরের উপর হাই কম্যাণ্ড চাপ বাড়ালেই তিনি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করতে পারেন বলেই প্রদেশ কংগ্রেসের একাংশ ইঙ্গিতও দিয়েছেন বলে সূত্রের খবর৷

ISF-এর সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে
অধীর চৌধুরি বলেছেন “বামেদের সঙ্গেই এখনও আমাদেরও বোঝাপড়া সম্পূর্ণ হয়নি৷ সেটা আগে শেষ হোক, তারপর দ্বিতীয় পর্যায়”৷

Previous articleপ্রকাশ্যে দাদাগিরি! নিগৃহীত জাতীয় ক্রিকেটার রিচা ঘোষের  বাবা
Next articleপামেলা কোকেন কাণ্ডে গ্রেফতার রাকেশ ঘনিষ্ঠ আরও এক