গঙ্গা জলে “শুদ্ধিকরণ” করে রাজীবের বিতর্কিত অফিসের দখল নিল তৃণমূল

গঙ্গা জল দিয়ে চলল ধোয়া-মোছার কাজ। রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ডোমজুড়ের (Domjur) পাকুরিয়ায় বিধায়ক (MLA) অফিসে এভাবেই হলো ”শুদ্ধিকরণ” পর্ব! এ ভাবেই আজ, মঙ্গলবার রাজীবের অফিসের দখল নিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের এই বিধায়ক অফিস নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এই অফিস বাড়ির মালিক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মন্টু সাঁতরা। রাজীবের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি প্রাক্তন মন্ত্রীকে বাড়িটির নীচের তলায় আসিফ করার জন্য ভাড়া দিয়েছিলেন। এই অফিসে বসেই রাজীব জনসংযোগের কাজ করতেন। কিন্তু মাত্র তিন মাস বাড়ি ভাড়ার টাকা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তারপর গত ১০ বছরে আর একটি টাকাও ভাড়া দেননি রাজীব, এমনটাই অভিযোগ।

আরও পড়ুন-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জেরে কোপ স্বাস্থ্যসাথী-চোখের আলোতে

এ প্রসঙ্গে তৃণমূল (TMC) পরিচালিত হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষ বলেন, “পাকুরিয়ার ওই অফিসে তৃণমূলের বিধানসভা (WB assembly election 2021) নির্বাচনী কার্যালয় করা হবে। ডোমজুড়ের তৃণমূল কর্মীরা বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) গোহারা হারাবেন।”

Advt

Previous articleঘোষণা করা হল ভারতীয় দল, দলে ডাক পেলেন প্রবীর, আশুতোষ মেহতারা
Next articleকরোনা সতর্কতা: রাজ্যে ভোট গ্ৰহণের সময় আরও বাড়াল কমিশন