টিকা নিয়ে পুরোদস্তুর ‘ভোট যুদ্ধে’ নেমে পড়লেন চিরঞ্জিত

ভেবেছিলেন রাজনীতি ছেড়ে এবার পুরোপুরিভাবে সিনেমার পর্দায় নেমে পড়বেন টলিউড তারকা চিরঞ্জিত চক্রবর্তী(Chiranjeet Chakraborty)। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছিলেন তিনি। ‌ তবে সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে রাজনীতির আঙিনা এখনই ছাড়লেন না অভিনেতা। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য করোনার প্রতিষেধক(Corona vaccine) নিয়ে নেমে পড়লেন ময়দানে। ‌

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত চক্রবর্তী জানান, ‘১০ বছর হয়ে গেল, কোনও ছবি পরিচালনা করিনি আমি। ভেবেছিলাম রাজনীতি ছেড়ে মূল স্রোতে ফিরব। কিন্তু আসন্ন নির্বাচনের যা অবস্থা, তাতে মমতা দিদি আমাকে যেতে দিলেন না। আমিও এই ভোটযুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম।’ নিজের গাড়িচালককেও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিরঞ্জিত কারণ ভোট প্রচারে সঙ্গে থাকবেন তিনিও। সাম্প্রতিক সময়ে রাজনীতিকে অভিনেতাদের ব্যাপক যোগদান নজরে এসেছে এ প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, ‘বাংলা ছবি আজ আর তেমন চলে না। টাকা এবং গ্ল্যামারে অভ্যস্ত আমার সহকর্মীরা এই পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিচ্ছেন। দোষ নেই।’ পাশাপাশি তাঁর দাবি অনেকে মনে করছেন বিজেপিতে যোগ দিলে বলিউডে কাজ পাওয়ার সুবিধা হবে। সেই কারণেই চলছে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক।

আরও পড়ুন:করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার অল্প সময়ের মধ্যেই মৃত্যু একজনের

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রীতিমতো দেগে চিরঞ্জিত আরও বলেন, ‘যে দল ‘মমতা’-কে ‘মাম্তা’ বলে, ‘পথ’-কে বলে ‘পোথ’, মঞ্চে দাঁড়িয়ে পিছনের বাংলা হোর্ডিং পড়তে পারে না, তারা ‘সোনার বাংলা’ কী ভাবে তৈরি করবে! বিজেপি-র মতো সর্বভারতীয় দল কেবল বাংলাকেই কেন ‘সোনার’ রূপ দেবে? বিহার, উত্তরপ্রদেশের জন্য কি কেবল গোমূত্র থাকবে?’

Advt

Previous articleদিল্লি উপ নির্বাচনে ভরাডুবি বিজেপির, জয়জয়কার আপ-এর
Next articleচতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা আনতে মরিয়া জো রুট