Monday, August 25, 2025

ভোটার-লিস্টে নাম তুলতে পারলেই কলকাতায় পদ্ম-প্রার্থী মিঠুন

Date:

দলের শীর্ষ নেতার অনুরোধ বা নির্দেশে শেষ পর্যন্ত রাজি হয়েছেন মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY)৷ ‘টেকনিক্যাল’ একটি সমস্যা নির্দিষ্ট সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারলে জীবনে প্রথমবার কোনও নির্বাচনে পদ্ম-প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তণ রাজ্যসভা সদস্য মিঠুন৷ গেরুয়া-অন্দরের খবর, কলকাতা অথবা শহর- সংলগ্ন কোনও আসনে মিঠুনকে প্রার্থী করার ভেবে রেখেছে দল৷

তবে বিষয়টি এই মুহুর্তে মিঠুন বা বিজেপির (BJP) হাতে নেই৷ নির্বাচন কমিশনের (ECI) আইন বলছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সেই রাজ্যের ভোটার তালিকায় (VOTERS LIST) নাম থাকতে হবে৷ মিঠুন চক্রবর্তী এখনও বাংলার ভোটার নন। প্রশ্ন উঠেছে,
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও কি ভিন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা সম্ভব?
তবে, কমিশনের নিয়ম বলছে, এখনও ভোটার হওয়ার সময় রয়েছে। কিন্তু সেটা তখনই সম্ভব, যে কেন্দ্রের ভোটার মিঠুন হতে চাইবেন, সে কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে চলবেনা৷

এদিকে বিজেপি সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে যে কেন্দ্রে প্রার্থী করার কথা দল ভেবেছে, সেই কেন্দ্রে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি৷ অষ্টম দফার বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩১ মার্চ। কলকাতা বা সংলগ্ন কোনও আসনের জন্যই মিঠুনকে ভাবা হয়েছে৷ ফলে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য এখনও মিঠুনের হাতে সময় রয়েছে।
সূত্রের খবর, এই কাজটা সেরে ফেলতেই মিঠুন এখন মুম্বইয়ে৷ বাংলার ভোটার তালিকায় নাম তোলার জন্যই দল- নির্ধারিত প্রচারে না গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্রের কাজ সারতে তিনি মুম্বই চলে গিয়েছেন।
তবে ফিরে আসবেন চলতি মাসেই। প্রার্থী হন বা না-হন, রাজ্যে ফিরেই নেমে পড়বেন ভোট- প্রচারে৷

 

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version