Monday, May 12, 2025

রাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুও

Date:

Share post:

ফের রাজ্যজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ। ২ দিন পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃতের সংখ্যা ১। চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণার পরিস্থিতিও।

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারির পর এই প্রথম রাজ্যে ৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, কলকাতা এবং হাওড়ায় ১ জন করে মারা গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ২৯২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় টিকাকরণের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। শনিবারের বুলেটিন জানিয়েছিল, রাজ্য জুড়ে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। তবে রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ২৪ লক্ষ ২১ হাজার ৪২৪ জনের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জন। তবে তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এ রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৯১২ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয়ী হয়েছেন ২৭৫ জন। এদিকে বাংলায় কমছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত এ রাজ্যে চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ জন।

কলকাতায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২৩ হাজার ৯৮৭ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনিবারের থেকে বেশি কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার ১৭ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৮।

রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোজই চলছে সব রাজনৈতিক দলের প্রচার। হচ্ছে ব্যাপক জমায়েত। চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক মানুষই কোভিড বিধি উল্লঙ্ঘন করছেন। সামাজিক দূরত্ব বিধি মানছেন না, পরছেন না মাস্ক। ফলে রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Advt

spot_img

Related articles

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...