চুঁচুড়ায় প্রার্থী লকেট, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন বিজেপি নেতা

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (Bjp)। আর তারপরেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। চুঁচুড়ায় (Chinchura) লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) প্রার্থী করার পর রাজনীতি থেকে অবসর নিলেন

বিজেপির হুগলি জেলার প্রাক্তন সাংগঠনিক সভাপতি সুবীর নাগ (Subir Nag)। বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হতেই বিজেপির নেতা সুবীর নাগ নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “আবার প্রতারিত, তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম”।


সুবীর নাগ দীর্ঘদিনের বিজেপি কর্মী। পরবর্তীকালে বিজেপির নেতা হয়ে সে রাজ্য বিজেপির কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় জেতার মূল কান্ডারি ছিলেন এই সুবীর নাগই। প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই একের পর এক বিজেপি নেতা বিস্ফোরক অভিযোগ করে দল থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্যে সুবীরবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি

Advt

 

Previous articleজোটে জোর কোন্দল, আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে নামল কংগ্রেস
Next article‘দিদির দূত’ মিমি-নুসরত, জঙ্গলমহলে গেলেন ভোটের প্রচারে