বাংলায় তৃণমূল জিতছে, আগাম জানিয়ে দিলেন পাওয়ার

ভোটের দামামা বেজে গিয়েছে । কোন রাজ্যে কে আসবে, তা নিয়ে যখন চলছে চুলচেরা বিশ্লষণ, তখন এরাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে বলে জানিয়ে দিলেন শারদ পাওয়ার ।
তিনি বলেছেন, পাঁচ রাজ্যের ভোটের মধ্যে একটি রাজ্যে বিজেপি জিতবে, বাকি চার রাজ্যে হারবে গেরুয়া শিবির। এনসিপি নেতার অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। সেখানে বোন মমতাকে আক্রমণ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, কোনও সন্দেহ নেই যে, সেখানে তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে আসবে।
তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ । তার যুক্তি, বাংলার মানুষ আত্মমর্যাদার আপোষ করে না। পাশাপাশি তিনি বলেছেন, যদি কেউ বাঙালির সংস্কৃতি কিংবা গর্বকে আঘাত করার চেষ্টা করে তাহলে তারা প্রতিশোধ নেয়। তাই তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে। কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রের অবস্থানেরও সমালোচনা করেছেন তিনি।

Previous article১৫ মার্চ, সোমবারের বাজার দর
Next articleভোটের ময়দানে গুরু-শিষ্যের লড়াই