খোদ কলকাতায় পার্টি অফিস লক্ষ্য করে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের

ভোটের (Assembly Election) উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার ভোটবঙ্গে খোদ কলকাতার বুকে বোমাবাজির ( Bomb Blust) অভিযোগ। গতকাল, মঙ্গলবার রাতে উত্তর কলকাতার কাঁকুড়গাছি (Kankurgachi) এলাকায় তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকেই এমন অভিযোগ তুলেছে তৃণমূল। বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। উদ্ধার করা হল ব্যাগ ভর্তি বোমা।

ফুলবাগান থানা সূত্রে খবর, মঙ্গলবার এগারোটা নাগাদ বাইকে চেপে এলাকায় আসে দু’জন দুষ্কৃতী। তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়ানো কর্মীদের লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুড়তে থাকেন তারা। একটি বোমা ফাটলে কেঁপে ওঠে এলাকা। বাইক ফেলেই চম্পট দেয় দুই দুষ্কৃতী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ। লালবাজার থেকে আসে বিশেষ ফোর্স। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

 

 

Previous articleশুভেন্দু’র হয়ে প্রচারে নামছেন শিশির অধিকারী, তৃণমূল ত্যাগের জল্পনা তুঙ্গে
Next articleমেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য